নিউটাউনে ফ্ল্যাটে মধুচক্র, গ্রেফতার শিক্ষক

0
2

শিক্ষকের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ উঠল নিউটাউনের বনমালীপুরে( Newtown Banamalipur)। সেখানে এক শিক্ষকের বাড়িতে হানা দিয়ে চারজনকে গ্রেফতার(Arrested) করল পুলিশ। নিউটাউনের বনমালীপুরের স্থানীয় বাসিন্দাদের বহুদিন ধরেই অভিযোগ ছিল এই শিক্ষকের প্রতি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কয়েকবছর আগে জায়গা কিনে ফ্ল্যাট তৈরি করেন এখানে অভিযুক্ত শিক্ষক এবং সেখানেই চলতো মধুচক্র। গ্রামবাসীরা স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে জানালেও কোনও সুরাহা হয়। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে ওই শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। জানা যাচ্ছে মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা পড়তে আসতো তাঁর কাছে। কয়েকদিন পরে পুলিশ অতর্কিতে হানা দেয় মধুচক্রে এবং চারজনকে হাতেনাতে ধরেন। তদন্ত চলবে।