Hafiz Saeed: মুম্বই ‌হামলার মূলচক্রী হাফিজের ৩১ বছরের জেল

0
2

মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ড দিল পাক অ্যান্টি-টেররিজম কোর্ট। ৩১ বছরের সাজার পাশাপাশি ৩ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। সেই সঙ্গে হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে আদালত।

২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিলেন হাফিজ সইদ। তাঁর হাত ধরে একাধিক জঙ্গি সংগঠনের জন্ম হয় পাকিস্তানের মাটিতে। পাকিস্তানে বসেই তিনি মুম্বইতে ভয়ানক হামলার ছক কষেন। ১৪ বছর আগে সেই হামলায় প্রাণ হারান প্রায় ১৭৪ জন, আহত হন ৩০০ এর বেশি। ৭০ বছরের লস্কর প্রধান বর্তমানে লাহোরের কোত লখপত জেলে বন্দি।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরের কয়েকদিন আগেই হাফিজকে গ্রেফতার করা হয়। লস্কর প্রধানের গ্রেফতারির খবর টুইট করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন, ১০ বছর ধরে অনুসন্ধান চালানোর পরে হাফিজকে গ্রেফতার করা গিয়েছে। মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি জানায়, ২০০১ সাল থেকে সইদ আটবার গ্রেফতার হয়েছেন ও ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন-মার্কিন অনুকরণে কেন্দ্রের নীতি মানতে নারাজ রাজ্য, আসছে নিজস্ব শিক্ষানীতি