অসুস্থ রাজ্যপাল এসএসকেএমে, মস্তিষ্কে এমআরআই হতে পারে

0
1

অসুস্থ রাজ্যপাল  জগদীপ ধনখড়। রাজ্যপালের মাথা ঘোরা ও স্নায়ুর সমস্যা হচ্ছে । তাঁকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির নিউরো মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে । অসুস্থতার গুরূত্ব বুঝে তাঁর মস্তিষ্কের এমআরআই বা সিটি স্ক্যান করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এদিন এসএসকেএম-এ রাজ্যপালের ভর্তি হওয়া নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,  ‘এসএসকেএম বিশ্বের সেরা হাসপাতাল। রাজ্যপাল আজ সেই জন্যেই গেলেন। স্বয়ং রাজ্যপালের চিকিৎসা চলছে। সেরা পরিকাঠামো। উনিও সেরা চিকিৎসা পাচ্ছেন। বিরোধীরা কুৎসামূলক অভিযোগ করেন। রাজ্যপালের সাথে আমাদের মতের অমিল আছে। কিন্তু রাজ্যপাল আসেন এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম নিয়ে এবার বলার আগে বিরোধীরা ভেবে বলবেন’।

এর আগেও মাত্র কয়েকদিন আগেই আবারো অসুস্থ হয়েছিলেন রাজ্যপাল।  ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের মেলায় যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি । শেষ পর্যন্ত তাঁর আর মেলায় যাওয়া হয়নি । তবে সেদিন দ্রুত সুস্থ হয়ে যাওয়ায় রাজ্যপালকে আর হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।