আগামী ১২ এপ্রিল, মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে ইতিমধ্যেই বিশেষ ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর।
আরও পড়ুন:Weather Forecast: চৈত্রের দাবদাহ থেকে রেহাই, পাঁচ জেলায় বৃষ্টি
এই দু’টি কেন্দ্রের সমস্ত রাজ্য সরকারি ও সরকারি অধিগৃহীত সংস্থা, স্থানীয় স্বশাসিত সংস্থার অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওইদিন ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেখানে অবশ্য ভোটের আগের দিন সোমবারও ছুটি থাকবে।
এর পাশাপাশি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য দু’টি কেন্দ্রের যে সকল ভোটাররা নির্বাচনী এলাকার বাইরেও যদি কোনও অফিসে কাজ করেন, তাঁরাও ভোট দেওয়ার জন্য বিশেষ ছুটি পাবেন বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.