মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে চলা বাইক থেকে উড়ালপুলের নিচে ছিটকে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর। চালকের অবস্থাও আশঙ্কাজনক। বাইক চালককে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর তিনটের সময় মা উড়ালপুল ও এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার সময় গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। প্রচণ্ড গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। পিছনে বসে থাকা আরোহী ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাইক চালক এসএসকেএমে চিকিৎসাধীন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































