হনুমানের হামলায় প্রাণ গেল বাঁকুড়ার যুবকের

0
1

বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটি ব্লকের লালপুর গ্রামে  কয়েকদিন ধরেই উপদ্রব বেড়েছিল একটি হনুমানের। তাড়াতে গিয়ে হনুমানের (Monkey) হামলায় প্রাণ গেল যুবকের। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিন তাদের বাড়ির ভিতর ঢুকে বিভিন্ন জিনিস ভাঙচুর করছিল ওই হনুমান (Monkey)। বাড়ি থেকে তাকে তাড়াতে গেলে পালটা জখম হচ্ছিলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালেও গ্রামে হানা দিয়েছিল হনুমান। এদিন তাকে তাড়াতে যান কানাইলাল কুণ্ডু (Kanailal Kundu) নামে এক যুবক। উল্টে যুবকের ওপর হামলা চালায় সে। যুবককে চড়-থাপ্পর, কিল-ঘুষি মারতে শুরু করে হনুমানটি। হনুমানের হামলায় আহত কানাইলালকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ব্যাপক মূল্যবৃদ্ধি: রাজ্যবাসীকে স্বস্তি দিতে নবান্নের বৈঠকে যা বললেন মুখ্যমন্ত্রী

এদিকে হনুমানের উপদ্রবের খবর পেয়ে এলাকায় পৌঁছন বনদফতরের আধিকারিকরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ঘুমপাড়ালি গুলি ছুঁড়ে হনুমানটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।