ব্যায়ামের ক্লাসে আম ছোড়াছুড়ি, মেরে ছাত্রের গাল ফাটালেন শিক্ষক

0
1

শারীরশিক্ষার ক্লাসে ব্যায়ামে মনোযোগ না দিয়ে পঞ্চম শ্রেণির দুই ছাত্র আম ছোড়াছড়ি করছিল। তাতেই রেগে গিয়ে কঞ্চিপেটা করে এক ছাত্রের গাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এফপি স্কুলে এই ঘটনা ঘটেছে। ছাত্রকে পিটিয়ে জখম করার দায়ে প্রধান শিক্ষক উত্তম কুমার দাসকে পুলিশ আটক করেছে। গুরুতর আহত ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা চলছে । তবে ছাত্রর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে এইভাবে ছাত্র পেটানোর ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা । অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে সরানোর দাবি উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ এই শিক্ষকের কাছে কোন ছাত্র সুরক্ষিত নয়। জখম ছাত্রের বাবা এদিন বলেছেন , ‘আমার সন্তান নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। কিন্তু তাই বলে এইভাবে তাকে মারধর করা আমি সমর্থন করি না। আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত । আমরা সকলেই এই প্রধান শিক্ষকের অপসারণ চাই। ‘