ব্যাপক মূল্যবৃদ্ধি: রাজ্যবাসীকে স্বস্তি দিতে নবান্নের বৈঠকে যা বললেন মুখ্যমন্ত্রী

0
1

লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মূল্যবৃদ্ধি থেকে মানুষকে রেহাই দিতে সুফল বাংলায় জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ব্যাপক মূল্যবৃদ্ধিতেও কেন্দ্রের উদাসীনতায় মোদি সরকারকে একহাত নিলেন তিনি।

এই দিনের বৈঠকে যা যা বললেন মুখ্যমন্ত্রী…

  • পাঁচ রাজ্যের নির্বাচনের পর রিটার্ন গিফট দিয়েছে মোদি সরকার।
  • ১৭ দিনে ১৪ বার পেট্রোপণ্যের দাম বেড়েছে।
  • ১৭ দিনে ১০.৪ টাকা ডিজেলের দাম বেড়েছে ডিজেলের দাম
  • ১৭ দিনে ১০.৪৫ টাকা পেট্রোল দাম বেড়েছে।
  • মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না।
  • রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯৭৬ টাকা।
  • মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না।
  • ভেজাল ওষুধ আটকাতে ২টি ড্রাগ ল্যাবরেটরি গড়া হবে।
  • কেন্দ্র ঠিকমতো জিএসটির প্রাপ্য দিচ্ছে না, কর না বসিয়ে সেস বসিয়ে দিচ্ছে।
  • টোল ট্যাক্স নেওয়া বন্ধ করুক কেন্দ্র।
  • বেআইনি মজুত খুঁজে বের করতে ইডি-সিবিআইকে কাজে লাগাক কেন্দ্র।
  • দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
  • রাজ্যে ৩৩৬ টি সুফল বাংলার দোকান বসেছে।
  • সুফল বাংলা আউটলেট বাড়ানোর নির্দেশ।
  • সুফলবাংলার মাধ্যমে ন্যায্যমূল্যে মাছ বিক্রির নির্দেশ মুখ্যমন্ত্রীর।