নাড্ডা-শাহর পর এবার মোদির সঙ্গে সাক্ষাত, ‘সৌজন্যমূলক’ দাবি লকেটের

0
2

প্রথমে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাত করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chaterjee)। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতকে নিতান্ত সৌজন্যমূলক সাক্ষাত বলে দাবি করেছেন লকেট। তবে পরপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে লকেটের এহেন সাক্ষাতকে শুধুমাত্র সৌজন্য হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহল।

বিজেপি সূত্রের খবর, সম্প্রতি নাড্ডা ও শাহর সঙ্গে সাক্ষাত করে রাজ্য বিজেপি সংগঠনের বেহাল অবস্থার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন লকেট। এরপর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে একই সুরে রাজ্য বিজেপির বেহাল অবস্থা সম্পর্কে তাঁকে অবগত করানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবির। একইসঙ্গে রাজ্যের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে লকেটের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:৩৫৬ ধারা হলে ২৫০ আসনে জিতবে তৃণমূল: রোড শো থেকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

প্রসঙ্গত, দলের মধ্যে অসন্তোষ চূড়ান্ত আকার ধারন করার পর সমস্যা সমাধানের জন্য পুরনো নেতৃত্বের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। যদিও রাজ্য নেতৃত্বে কেউ কেউ সেই সময় লকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাঁকে তিরস্কার করেন। শুধু তাই নয় রাজ্যের একাধিক কর্মসূচি থেকে লকেটকে ছেঁটে ফেলা হয়। একের পর এক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত করে রাজ্য সংগঠনের বেহাল এই পরিস্থিতির কথা তিনি তুলে ধরেছেন বলে অনুমান রাজনৈতিক মহলের।