কলকাতার পার্ক স্ট্রিটে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘরে (Indian Museum) আর্থিক ‘দুর্নীতি’ কাণ্ডে এবার তৎপরতা দেখাতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. জাদুঘরে দুর্নীতি কাণ্ডে এবার তদন্তভার নিতে প্রস্তুত CBI, আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের নিযুক্ত আইনজীবী। এই মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে জাদুঘর কর্তৃপক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: নির্বাচনী রোড শো-এ জনবিস্ফোরণ: বিজেপি-কে ধুয়ে দিলেন অভিষেক
জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কলকাতার ভারতীয় জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য় সামগ্রীর রক্ষণাবেক্ষণে বিপুল অঙ্কের আর্থিক ‘দুর্নীতি’র ইঙ্গিত মিলেছে ক্যাগের রিপোর্টে। কেন্দ্রীয় বরাদ্দের ১০৯ কোটি টাকার মধ্যে ব্যয় হয়েছে যৎসামান্য। বাকি বিপুল টাকার কোনও হিসেব দিতে পারছে না কর্তৃপক্ষ। একইসঙ্গে জাদুঘরের (Indian Museum) দুষ্প্রাপ্য সামগ্রীর পাচার ও নিয়োগে বেনিয়মের অভিযোগও উঠেছে জোরালো ভাবে।

 
 
 
 
 
 
 
 

 
 
 






























































































































