বাজারে অভিযান চালাক ED-CBI: মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

0
1

লাগাতার মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠকে ব্যাপক মূল্যবৃদ্ধিতেও কেন্দ্রের উদাসীনতায় মোদি সরকারকে একহাত নিলেন তিনি। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে জিএসটির (GST) জন্য ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি ও টোল ট্যাক্স মুকুবের দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যাপক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী বলেন, “লাগাতার মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৫ রাজ্য জয়ের পর রিটার্ন গিফট দিয়েছে বিজেপি। ১৭ দিনের ১৪ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। অথচ মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার কিছু করছে না।” পাশাপাশি মোদি সরকারকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। জিএসটি বাবদ প্রাপ্যও রাজ্যকে দিচ্ছে না। ইডি, সিবিআই দিয়ে রাজনৈতিক দলগুলিকে উত্যক্ত না করে তাদের দিয়ে বাজারে অভিযান চালান। তাহলে কালোবাজারি বন্ধ হতে পারে।’ এরপরই কেন্দ্রের কাছে জিএসটির ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করার দাবি জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:ব্যাপক মূল্যবৃদ্ধি: কেন্দ্রকে তোপ মমতার, মানুষকে সুবিধা দিতে ‘সুফল বাংলায়’ জোর

এখানেই না থেমে কেন্দ্রের নীতির জন্য রাজ্যের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “সব পণ্যে সেস চাপাচ্ছে কেন্দ্র। সেস চাপানোর অর্থ সব টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে। সেসের বদলে কর নিক। তাহলে রাজ্যও টাকা পাবে।” একইসঙ্গে শ্রীলঙ্কার অর্থনৈতিক দুরবস্থার প্রসঙ্গ টেনে মমতা বলেন, শ্রীলঙ্কায় আগুন জ্বলছে। আমাদের দেশেও মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। সব রাজ্য ঠিক করে বেতন দিতে পারবে কি না জানি না। কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য মানুষ ভুগছে। তাই এবার মূল্যবৃদ্ধির বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার কেন্দ্রের।