৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ফের দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1

আগামী ৫ মে থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার(Duare Sarkar)। চলবে ৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নবান্নে বৈঠকে বসেই এই ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বিধানসভা ভোটের(Assembly Election) আগে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তাঁর সবটা পালন করেছি।

এদিনের বৈঠকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, “আমরা বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সম্পূর্ণ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো প্রকল্পের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হয়েছে। দুয়ারে সরকারের মাধ্যমে এখন মানুষের আবেদন জমা পড়ছে। তাই আবার এই প্রকল্প চলবে ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত। ৫ মে তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি তাই ওইদিন থেকে শুরু হবে দুয়ারে সরকার।”

আরও পড়ুন:বাজারে অভিযান চালাক ED-CBI: মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার বিষয়ে যে তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের সরকারের অন্যান্য প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারও বিপুল সাড়া ফেলে দেওয়া একটি প্রকল্প। এখন পর্যন্ত রাজ্যজুড়ে ১.৩৭ লক্ষ ক্যাম্প হয়েছে দুয়ারে সরকারের। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ এখনও দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।