KKR: মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য রেকর্ড গড়লেন কামিন্স

0
3

বুধবার রাতে আইপিএলে ( IPL) দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা ৫ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে( Mumbai Indiance)। সৌজন্যে প‍্যাট কামিন্সের ঝড়ো ইনিংস। ১৫ বলে ৫৬ রানে অপরাজিত তিনি। আর এই ইনিংস খেলার পথে বুধবার অনন্য রেকর্ড গড়ে ফেললেন কামিন্স। মুম্বইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করতেই আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়ে ফেললেন তিনি।

বুধবার ১৫ বলে ৫০ রান করেন কামিন্স। এই রেকর্ড চার বছর আগে করেছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। সেইবার মোহালিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। আর বুধবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই রেকর্ড ছুঁলেন কামিন্স। ১৫ বলে অর্ধশতরান করেন তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইউসুফ পাঠান। ২০১৪ সালে কেকেআরের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন ইউসুফ। এরপরই রয়েছেন সুনীল নারিন। ১৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।