IPL: আইপিএলে ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, নির্দেশ দেওয়া হল সরিয়ে ফেলার

0
1

আইপিএলে ( IPL) মহেন্দ্র সিং ধোনির ( MS Dhoni) বিজ্ঞাপন ঘিরে বিতর্ক। নির্দেশ দেওয়া হল এই বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার। বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’।

আইপিএল ২০২২ শুরু আগে ধোনির একটি বিজ্ঞাপন বেশ সাড়া ফেলে মানুষের মনে। যেখানে দেখা যায়, বাসচালকের ভূমিকায় ধোনি। বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ বাস থামিয়ে দেন তিনি। তার পরে যাত্রীদের বলেন, জানলা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। যেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে বসে যান। এক ট্র্যাফিক পুলিশ এসে ধোনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আইপিএলের সুপার ওভার চলছে। সেই কথা শুনে কিছু না বলে সেই পুলিশকর্মীও সেখান থেকে চলে যান। আর এই বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ধোনির এই বিজ্ঞাপন নিয়ে অভিযোগ করেছে ‘কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি’। তাদের অভিযোগ, এই ধরনের বিজ্ঞাপন রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিতে পারে। এই বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবতে পারেন, ট্র্যাফিক আইন ভাঙা অপরাধ নয়।

আর এরপরই অভিযোগ খতিয়ে দেখে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’ আইপিএল এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়ে জানায় যে, আগামী ২০ এপ্রিলের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা লিখিত ভাবে জানিয়েছে, ধোনির বিজ্ঞাপনটি সরিয়ে নেবে তারা।

 

View this post on Instagram

 

A post shared by IPL (@iplt20)

আরও পড়ুন:IPL 2022: শাস্তি পেলেন বুমরাহ-নীতিশ, জরিমানা করা হল দুই ক্রিকেটারকে