তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

0
2

ঝালদার তৃণমূল কংগ্রেস খুনের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ইতিমধ্যেই তদন্তে নেমেছেন আধিকারিকরা। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। বৃহস্পতিবারই এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে।এই মামলায় যাতে দ্রুত শুনানি করা যায়, সেই আবেদন করারও সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের সামনে বিক্ষোভ তৃণমূলের


প্রসঙ্গত, নিহত কাউন্সিলর তপন কান্দুর পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।গত ৪ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।এদিকে নিহত কাউন্সিলর খুনের তদন্তের শেষ পর্যায়ে ছিলেন সিটের আধিকারিকরা। তাই তাঁদের বক্তব্য নতুন করে তদন্ত সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। সেকারণেই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের হ্বারস্থ রাজ্য সরকার।