Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) আইপিএলে দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্স। বুধবার তারা ৫ উইকেটে হারাল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে। ম‍্যাচের সেরা প‍্যাট কামিন্স।

২) মাঠে নেমেই পাঁচ লাখ। পাকিস্তান সফর সেরে প্যাট কামিন্স বুধবার চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে এমন মার মারলেন যে একাই পাঁচটি পুরস্কার নিয়ে চলে গেলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।

৩) রাজ্য স্তরে অনূর্ধ্ব-১৮ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সাম্যক ধারেওয়া ও শ্রেষ্ঠা সুরাই। পরবর্তীতে বাংলা থেকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবেন তাঁরা।

৪) অতিমারির কারণে এ বারের কোচবিহার ট্রফি হবে কলকাতায়। কিন্তু বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া জানিয়েছেন, অতিমারি শেষ হলে কোচবিহারেই হবে এই প্রতিযোগিতা। কোচবিহারের রাজপরিবারকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিষেক।

৫) আইলিগে বুধবার রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারা জিতেছে ২-১ ব্যবধানে। একই দিনে ইসমাইল তান্দিরের বিকল্প ফুটবলারও সই করিয়ে নিল তারা।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন