- আগামী ১২ এপ্রিল রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। আজ দুপুর ২টো নাগাদ তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত।
- বজবজে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের তার থেকে পোস্টে আগুন। ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। দীর্ঘক্ষণ আটকে পড়ে ট্রাক।
- দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।
- দু’দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। তার আগেই বুধবার সংসদে বাংলাকে নিয়ে কটাক্ষ করেন তিনি। আজ তার প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখাবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।
- গরুপাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও আচমকা অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।যদিও CBI-কে তিনি জানিয়েছেন হাজিরা না দিতে পারলেও সবরকমভাবে তিনি তদন্তে সাহায্য করবেন।
- বৃহস্পতিবার বগটুই-কাণ্ডের শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় এত দিন সিবিআই তদন্ত করেছিল। আজ তাদের আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা।
- আজ কলকাতা হাইকোর্টে কাঁথি পুরসভা মামলার শুনানি রয়েছে। দুপুর নাগাদ প্রধান বিচারপতির এজলাসে মামলাটির শুনানি হতে পারে।
- পরীক্ষার্থীদের আবেদনে পিছিয়ে গেল জেইই মেন। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে।
- তপন কান্দুর খুনের ঘটনায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার।
- কেরলের কন্নুরে শুরু হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। আজ ওই সম্মেলনের দ্বিতীয় দিন।
- দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’ পৌঁছল ভারত। বুধবার মুম্বইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। জানা গিয়েছে এই নতুন প্রজাতির সংক্রামক ক্ষমতা নাকি আগেরগুলির তুলনায় ১০ গুণ বেশি।
- শ্রীলঙ্কার পরিস্থিতি আরও শোচনীয়। সাহায্য পাঠালো ভারত।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.