চলতি অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করল রাজ্য। রাজ্য আবগারি দফতরের দেওয়া হিসেব অনুযায়ী মোট ১৩ হাজার ৬০০ কোটি টাকা আয় হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। তবে আরও মজার তথ্য হল বিদেশি নয় দেশি মদ বেচেই এই আয়ের সিংহভাগ এসেছে বলে জানা গিয়েছে । সম্প্রতি দোল পূর্ণিমার সপ্তাহে মাত্র চার দিনেই ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে । তার আগে দুর্গাপুজোর সময়েও প্রচুর মদ বিক্রি হয়েছিল। ১২ দিনে ৭০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র চতুর্থীর দিনেই নাকি ১০ কোটি টাকার সুরা বিক্রি হয়েছে। এর পাশাপাশি রাজ্য আবগারি দফতর একটি জেলা ভিত্তিক রিপোর্টও পাঠিয়েছে । সেই রিপোর্টে দেখা গেছে মদ বিক্রিতে কলকাতাকে হারিয়ে দিয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর । শুধুমাত্র এই দুই জেলাতেই শেষ পাঁচ দিনে ২৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।