লাগামছাড়া মূল্যবৃদ্ধি,আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

0
3

কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে লাগামছাড়া মূল্যবৃদ্ধি। নাভিশ্বাস সাধারণ মানুষের। এর বিরুদ্ধে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্ন (Nabanna) সভাঘরে বাজার কমিটি, টাস্কফোর্সকে (Task Force) নিয়ে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন কৃষি বিপণন মন্ত্রী ও দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা।

এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীর নীতির কারণে রোজ বাড়ছে পেট্রোপণ্যের দাম। মহার্ঘ্য হচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই নিয়ে সংসদেও বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল (TMC)। বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, কী নির্দেশ দেন মমতা সেটাই দেখার।