সারদা ও রোজভ্যালির ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন-গৌতম কুণ্ডুর

0
1

সারদা ও রোজভ্যালির (Saradha and Rose Valley) ইডির মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন (Sudipto Sen) ও গৌতম কুণ্ডু (Goutam Kundu)। বুধবার, ইডি (ED)-র বিশেষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।

এদিন, সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডুর আইনজীবীরা আদালতে তাঁদের মক্কেলদের মুক্তির আবেদন করেন। কারণ, হিসেবে তাঁরা বলেন, এই মামলায় সর্বোচ্চ সাজা ৭বছর। ইতিমধ্যেই সাতবছর বন্দি রয়েছেন সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু। সেই কারণে সিআরপিসি ৪২৮ ধারায় তাঁদের মুক্তির আবেদন জানানো হয়। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে ৪৩৬ ধারায় ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়।

তবে, তাঁদের বিরুদ্ধে অন্যান্য মামলা চলছে। ফলে এখনই সুদীপ্ত সেন-গৌতম কুণ্ডুর জেলমুক্তির সম্ভাবনা নেই।