দেশজুড়ে ক্ষোভ চরমে পৌঁছতেই জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। মঙ্গলবার গভীর রাতে তিনি জরুরি অবস্থা প্রত্যাহার করেন। একটি বিবৃত জারি করে প্রেসিডেন্ট জানান যে, তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে দেশে যে কোনও রকমের অশান্তি নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনী সক্ষম হবে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:এবার কি SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ? CBI-এর নজর মেডিক্যাল বোর্ডের উপর
চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। পরিবহণ প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা। গোতাবায়ার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন আমজনতা। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া। তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই প্রেসিডেন্ট ও তার পরিবারকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে পড়ে একইদিনে ইস্তফা দেন ২৬ জন কেন্দ্রীয় মন্ত্রীও।
শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের সময়ে প্রশাসনিক পরিস্থিতিও টালমাটাল।সঙ্কটের সময়েই দায়িত্ব নিয়েছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। কিন্তু দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। প্রেসিডেন্টকে তিনি চিঠি লিখে জানান, সাংসদ পদ থেকেই পদত্যাগ করতে চান তিনি। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে অন্য কোনও যোগ্য মানুষকে যেন দায়িত্ব দেওয়া হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.