Yash Dasgupta:প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তের মা

0
1

প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তের মা। রবিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন জয়তী দাশগুপ্ত। যশের জনসংযোগকারী আধিকারিকের সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই অসুস্থ ছিলে‌ন তিনি।একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্বভাবতই মাতৃবিয়োগে ভেঙে পড়েছেন অভিনেতা।


আরও পড়ুন:কুৎসিত মেয়েদের বিয়েতে সাহায্য করে পণপ্রথা! সাফাই নার্সিং সিলেবাসে


যশের জনসংযোগকারী আধিকারিক জানান, এই কঠিন সময়ে কথা বলার মত মানসিক পরিস্থিতিতে নেই যশ। তাই তাঁকে ও তাঁর পরিবারকে একান্তে থাকার অনুরোধ জানানো হয়েছে। মায়ের ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা। যশ ছাড়া তাঁর স্ত্রী অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও মানসিক ভাবে বিধ্বস্ত। আচারবিধি পালনে সারা ক্ষণ তাঁর স্বামীর সঙ্গে রয়েছেন তিনি।