১২ এপিল এএফসি কাপের (AFC CUP) প্রথম ম্যাচে নামছে এটিকে মোহনবাগান( ATK Mohunbagan)। তারই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে জুয়ান ফেরান্ডোর দল। বাগানের এদিন অনুশীলনে যোগ দিলেন ফিজি তারকা রয় কৃষ্ণা। এখনও পযর্ন্ত যুবভারতীর দর্শক ভর্তি গ্যালারির সামনে কখনও খেলেননি তিনি। আর তাই এএফসি কাপে দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলতে মুখিয়ে কৃষ্ণা।

ইতিমধ্যে এএফসি কাপের প্রস্তুতি শুরু করেছেন ফিজির ফুটবলার। সামনেই ম্যাচ, এই নিয়ে তিনি বলেন, “সারা বছর ইনস্টাগ্রাম, ফেসবুকে যাঁরা আমাকে উদ্বুদ্ধ করেন তাঁদের সামনে খেলতে মুখিয়ে রয়েছি। ওঁদের উচ্ছ্বাস দেখতে চাই। টিভি, ইউটিউবে দেখেছি ওঁদের উচ্ছ্বাস। এবার চোখের সামনে দেখার এবং ওঁদের সামনে খেলার সুযোগ পাব। ভাবলেই রোমাঞ্চ অনুভব করছি। ম্যাচটা আমাদের যে ভাবেই হোক জিততে হবে। গোল করতে হবে। জানি, গোলের জন্য সকলেই আমার দিকে তাকিয়ে থাকবেন। এটুকু বলতে পারি, চেষ্টার কোনও ত্রুটি থাকবে না আমার। জানি না যুবভারতীতে ১২ এপ্রিল আমাদের প্রতিপক্ষ হবে কোন দল। প্রতিপক্ষ যেই হোক, আমাদের অচেনাই হবে। তাই ম্যাচটা কঠিন। অচেনা প্রতিপক্ষকে সমীহ করলেও সর্বশক্তি দিয়ে জেতার জন্য ঝাঁপাতে চাই আমরা।”
আরও পড়ুন:গুজরাতের কাছে হারের পর দিল্লি দলকে কড়া বার্তা দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের












































































































































