চলতি মাসের শেষের দিকে দুটি পৃথক কর্মসূচিতে রাজ্য সফরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে বিজেপি(BJP) সূত্রে।

গেরুয়া শিবির সূত্রের খবর, এপ্রিলের শেষে উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে উত্তরবঙ্গের তিন বিঘাতেও যেতে পারেন তিনি। পাশাপাশি অন্তর্দ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিকে সামাল দিতে এ মাসেই রাজ্য কর্মসমিতির বৈঠকে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। জানা গিয়েছে, এপ্রিলের শেষে কলকাতায় বঙ্গ বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠক রয়েছে। সেখানে জেপি নাড্ডার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের উপস্থিতির জন্য সময় চেয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের সময় মতোই এই বৈঠকের দিন ঠিক করা হবে। দলের মধ্যে লাগাতার চলতে থাকা বিদ্রোহ সামাল দিতে নাড্ডা কী পরামর্শ দেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এলে তাঁর সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপি নেতৃত্বরা। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তার কাছে বিজেপি রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে।












































































































































