চৈত্রের গরমে নাজেহাল রাজ্যবাসী। তাপমাত্রা কমার নামই নেই। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। একে রোদের কড়া তেজ, অন্যদিকে আর্দ্রতার বাড়বাড়ন্তে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বাড়বে গুমোট গরম। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে।
আরও পড়ুন:কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১৬ কেজি হেরোইন, গ্রেফতার ৩
এপ্রিলের শুরুতেই প্রবল গরমে পুড়ছে বাংলা। এখনও দেখা পাওয়া যায়নি কালবৈশাখীর। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ৷ মেঘলা আকাশ থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায়। পশ্চিমের জেলাগুলোতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার জন্য দক্ষিণ-পূর্ব, পূর্ব বাতাসের প্রয়োজন হয়। তবে কালবৈশাখীর কোনও আভাস নেই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.