২১ মার্চের পর এখনও থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। চলছে জিজ্ঞাসাবাদ। জট খুলতে চেষ্টা চালাচ্ছে সিবিআই-এর আধিকারিকরা। রবিবার বগটুই কাণ্ডের অন্যতম দুই প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ ও শেখলাল শেখের বয়ান রেকর্ড করেছে সিবিআই। এরইমধ্যে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছে আজ দুটি জার বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড।
আরও পড়ুন: Corona update: দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে,অস্বস্তি মৃত্যু নিয়ে
ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির সামনে বোমা রাখা রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই শনিবার গোটা এলাকা ঘেরাও করে পুলিশ। রবিবার ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পৌঁছয় দমকল বাহিনীও। পলাশের বাড়ির কাছে মাটির তলায় পোঁতা জার ভর্তি করা ওই বোমা উদ্ধার করা হয়েছে।যদিও ভাদু শেখ খুন হওয়ার পর এখনও এলাকাছাড়া পলাশ। তার সন্ধান চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ।
ভাদু শেখ খুনের কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৮ জনের। প্রথমে ঘটনার তদন্তভার সিট শুরু করলেও হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্তে এখন সিবিআই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.