MadhyaPradesh : তিন সন্তান, ভোপালে শোকজ ১০০০ সরকারি কর্মীকে

0
1

ভোপালের ১০০০ সরকারি কর্মীকে একসঙ্গে শোকজ করা হয়েছে। কারণ, তাঁদের প্রত্যেকেরই দুটির বেশি সন্তান রয়েছে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশজুড়ে।

কিন্তু কেন এই শোকজের চিঠি?  মধ্যপ্রদেশ রাজ্য সরকারের আধিকারিক এ কে মোডগিল জানিয়েছেন, ‘একেবারে সরকারি মেনেই ওই কর্মীদের শোকজ নোটিস পাঠানো হয়েছে। অথচ অনেকেই এখন বলছেন সরকারি নিয়ম জানতেন না।  এ জাতীয় কোনো কিছুই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।’

জানা গিয়েছে, ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল ২০০১ সালের ২৬ জানুয়ারির পর কোনও সরকারি কর্মচারীর দুটির বেশি সন্তান থাকলে তাদের চাকরি থাকবে না। এদিকে শোকজের চিঠি পাওয়া সরকারি কর্মচারীদের দাবি তাঁদের ওই নিয়মের কথা সরকারের তরফে জানানো হয়নি। অ্যাপয়েন্টমেন্ট লেটারেও নাকি লেখা ছিল না। এদিকে সরকারের এই নির্দেশে ক্ষুব্ধ শিক্ষক সহ সরকারি চাকুরীজীবীদের একাংশ। তাঁরা আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন।