কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১৬ কেজি হেরোইন, গ্রেফতার ৩

0
1

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১৬ কেজি হেরোইন। যার জেরে গ্রেফতার হয়েছে ৩ বিদেশী যাত্রী। শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে হৈচৈ রীতিমত পড়ে যায়। গোয়েন্দাদের তরফে জানান হয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১১৩ কোটি টাকা।

আরও পড়ুন:সঙ্কটকালীন পরিস্থিতিতে বন্ধ হল সোশ্যাল মিডিয়া, শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দুবাই থেকে যাত্রীবাহী একটি ফ্লাইটে কলকাতায় নামে ধৃতরা। এরপর তাঁদের ব্যাগ চেক করতেই চারটি ট্রলি ব্যাগ থেকে ১৪ প্যাকেট হেরোইন উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ওই তিন যাত্রীকে DRI বা রাজস্ব গোয়েন্দা অধিদফতরের তরফে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ছিলেন দু’জন মহিলা এবং একজন পুরুষ। জানা গেছে, একজন মহিলা এবং একজন পুরুষ কেনিয়ার নাগরিক। অপর মহিলা মালয়েশিয়ার বাসিন্দা। তিনজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দারা। এই পাচারচক্রের নেপথ্যে ঠিক কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।


প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, দক্ষিণ আফ্রিকা থেকে হেরোইন পাচার করা হচ্ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে কলকাতা এসেছিল ওই বিপুল পরিমাণ হেরোইন। বিমান সংস্থা সূত্রের খবর,  ধৃতদের মধ্যে দু’জন ভারতে আসে মেডিক্যাল ভিসায়। একজন আসে বিজনেস ভিসায়। তাদের চারটি ট্রলিতে মোট ১৪ প্যাকেট হেরোইন লুকোনো ছিল।