Corona update: দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে,অস্বস্তি মৃত্যু নিয়ে

0
3

করোনা(Corona) নিয়ে বড় স্বস্তি, দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে নিশ্চিন্ত বোধ করছে স্বাস্থ্য মন্ত্রক। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এবার নেমে এল হাজারের ঘরে।কিন্তু মৃত্যু(death) নিয়ে চিন্তা কাটছে না।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩ জন। কিন্তু মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে  ৮১ জনের। এই সংখ্যাটা চিন্তা বাড়াচ্ছে। দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ৩৪৫ জন।

পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯৩ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৪৪৭ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।