বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বালিগঞ্জ (Ballygunge) ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত মিছিল করবেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে প্রচারের সময় ঠিক করছে তৃণমূল (TMC)। ইতিমধ্যে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার গিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এবার প্রচার করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার, দুপুর দুটোয় বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত রোড শো করবেন অভিষেক।
তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বালিগঞ্জ বিধানসভা। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য। বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) সামনে রেখেই এখানে লড়াই চালাচ্ছে তৃণমূলে। বিপরীতে রাজনৈতিক ময়দানে একেবারে নতুন বিজেপি (BJP) প্রার্থী কেয়া ঘোষ। আর বামেদের ঘুঁটি সায়রা হালিম। তবে, বাবুলের জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তৃণমূল।
আরও পড়ুন: রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের, আগেই ব্যবস্থা নিয়েছেন মমতা
তবে, প্রচারে বিরোধীদের সামান্য জমি ছাড়তেও নারাজ শাসকদল। সেই কারণে প্রচারে নামছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে অভিষেকের রোড শোগুলিতে জনজোয়ার দেখা গিয়েছিল। তাঁর ভাষণ শোনার জন্য বহুক্ষণ অপেক্ষা করেন মানুষ। এবারও অভিষেকের ভোকাল টনিক নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করবে বলে আশা তৃণমূলের।