মনোযোগী হয়ে পরীক্ষা দাও, সাফল্য অনিবার্য”, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

0
1

আজ, শনিবার থেকে শুরু হচ্ছে ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। সকাল ১০টা থেকে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক। এবার হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।

রাজ্যজুড়ে তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সকলে খুব মনোযোগী হয়ে ও শান্ত থেকে পরীক্ষা দাও। তোমাদের সাফল্য অনিবার্য।”

মুখ্যমন্ত্রী একইসঙ্গে এই বৃহৎ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদনও জানান।