Flight: বিমানে হঠাৎই যান্ত্রিক ত্রুটি, আতঙ্কিত যাত্রীরা

0
1

টেক-অফের আগেই রাঁচি-কলকাতা ইন্ডিগোর (Indio) বিমানে যান্ত্রিক ত্রুটি। আচমকাই বন্ধ হয়ে যায় উড়ানে এসি (AC)। বিকট শব্দও হয় বলে অভিযোগ। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। এরপর রানওয়ে থেকেই বিমানটিকে ফিরিয়ে আনা হয়। রাঁচি (Ranchi) বিমানবন্দরে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।

অভিযোগ, বিমান ফিরিয়ে নিয়ে আসার পর বিমানের দরজা খুলতে দেরি হয়। যদিও এই ঘটনা নিয়ে ইন্ডিগো (Indio) কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।