KKR: উমেশের বোলিং-এ মুগ্ধ শ্রেয়স, কী বললেন নাইট অধিনায়ক?

0
1

শুক্রবার রাতে আইপিএলে( IPL) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স( KKR)। আর এই জয়ের অন‍্যতম কারিগর হলেন উমেশ যাদব (Umesh Yadav)। ৪ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট, দিয়েছেন ২৩ রান। আর উমেশের এই লড়াইয়ে মুগ্ধ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। বললেন,জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।

সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন,”উমেশ আমায় বলেছিল যে ও নাকি বুড়ো হয়ে যাচ্ছে। জবাবে আমি ওকে বলি ও দিন দিন আরও ফিট হচ্ছে। আমি যখনই জিমে যাই, ওকে সেখানে কঠোর পরিশ্রম করতে দেখি। জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।”

দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে সুযোগ দেওয়া হয় না। ২০১৮ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিলেন উমেশ। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে শেষ টি-২০ খেলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন:World Cup: বিশ্বকাপে কঠিন লড়াই রোনাল্ডোদের, এক নজরে কোন দল কোন গ্রুপে