Arian-drug : আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষীর আচমকা হৃদরোগে মৃত্যু 

0
1

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক মামলায় নাটকীয় মোড় । আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরিয়ান মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের। প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরে মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়েছে। যদিও প্রভাকরের এর আগে হৃদরোগের কোনও সমস্যা ছিল বলে আইনজীবী জানাতে পারেননি। আরও চাঞ্চল্যকর তথ্য হল প্রভাকর মাত্র কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন যে, মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তার উপর জোর করা হচ্ছে। তাকে ক্রমাগত হুমকি এবং ধমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় আরও জানা গিয়েছে যে এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে নাকি ফোনে গোসাভিকে ওই প্রস্তাব দিয়েছিলেন । প্রভাকর নাকি নিজেই এই তথ্য জানিয়েছেন। প্রভাকর হলেন শাহরুখ পুত্রের দেহরক্ষী বাহিনীর প্রধান গোসাভির টিমের অন্যতম সদস্য। এখানেই শেষ নয় । প্রকাশ্যে এমন তথ্যও এসেছে যে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায় করার জন্যই নাকি সমীর ওয়াংখেড়ে আরিয়ানকে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়েছেন। এবং তার বিরুদ্ধে সাক্ষী -তথ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন।