দরজার কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ( World Cup)। ২০২২ সালে নভেম্বর মাসে কাতারে ( Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বযুদ্ধের আসর। আর সেই কারণে শুক্রবারই দোহায় হয়ে গেছে আসন্ন কাতার বিশ্বকাপের ড্র। আর এবার কাতার ও ফিফা যৌথভাবে প্রকাশ্যে আনল বিশ্বকাপের ম্যাসকট। ম্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’ (La’eeb)।
আসন্ন বিশ্বকাপের ম্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে দেখা যাচ্ছে বল নিয়ে। এই ম্যাসকট মানুষ না অন্য কোনও প্রাণী, সেটা অবশ্য পরিস্কার করে কিছু বলা হয়নি। ফলে এই ম্যাসকট নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রবল জল্পনা।
এই নিয়ে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, “লা’ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয়ে উৎসাহ দিচ্ছে। সে সবাইকে ফুটবলের মাধ্যমে আনন্দ দেবে। সে অ্যাডভেঞ্চারপ্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী।”
আরও পড়ুন:EastBengal: কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল