Mumbai: মুম্বই হাইকোর্টের যুগান্তকারী নির্দেশ, প্রাক্তন স্বামীকে খোরপোশ দিতে মহিলাকে নির্দেশ

0
1

বিবাহ বিচ্ছেদের মামলায় যুগান্তকারী নির্দেশ মুম্বই হাইকোর্টের (Bombay High Court)। মামলায়ে এক মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিল। সূত্রের খবর, ২০১৫-এর ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। তাঁদের দাম্পত্য জীবন ছিল ২৩ বছরের। ঔরঙ্গাবাদের (Orangabad) একটি স্কুলে শিক্ষকতা করতেন ওই মহিলা। মামলার পর আদালত তাঁর স্কুলকে নির্দেশ দেয়, শিক্ষিকার (School teacher)বেতন থেকে ৫ হাজার টাকা কেটে নিয়ে জমা করবার।

যদিও স্বামীর অভিযোগ, ২০১৭ সালে নিম্ন আদালত তাঁর প্রাক্তন স্ত্রীকে নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত খোরপোশ বাবদ একটা টাকাও পাননি তিনি। এর আগে নিম্ন আদালত ওই মহিলাকে নির্দেশ দিয়েছিল মাসিক ৩ হাজার টাকা খোরপোশ দিতে। এই প্রসঙ্গে হাইকোর্ট জানায়, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, স্বামী এবং স্ত্রী যে কেউই যুক্তিসঙ্গত কারণে একে ওপরের কাছে খোরপোশ দাবি করতে পারে।