এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের মাটিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া(Russia)। এহেন পরিস্থিতিতে এবার কি তবে প্রত্যাঘাত করল ইউক্রেন? রাশিয়ান অভিযোগ এবার সে দিকেই ইঙ্গিত করছে। দাবি করা হয়েছে পুতিনের(Vladimir Putin) দেশে প্রবেশ করে জ্বালানি ডিপোতে হেলিকপ্টার আক্রমণ চালিয়েছে ইউক্রেন(Ukraine)।
ইউক্রেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার সিদ্ধান্তের বিষয়ে তিনি শুধুমাত্র সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গেই কথা বলেন এবং অন্য কারোর সঙ্গেই তিনি এই বিষয়ে কথা বলেন না। পাশাপাশি তিনি আরো বলেন, রাশিয়া যেখানে আক্রমনের কথা বলছে সেই অঞ্চলে তারা নিজেরা অস্ত্র মজুত করে ইউক্রেনের ভুখণ্ডে আক্রমণ করছিল।
আরও পড়ুন:আর্থিক সঙ্কট চরমে, ভারতের অর্থসাহায্যে ৪০ হাজার টন ডিজেল পৌঁছল শ্রীলঙ্কায়
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার শহর বেলগরোদে শুক্রবার এক জ্বালানি ডিপোতে আগুন লাগে। এই ঘটনায় ইউক্রেনের দিকে অভিযোগের আঙুল তুলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ইউক্রেনের দুটি হেলিকপ্টার রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে এই হামলা চালিয়েছে।