ফের এক মহিলার সঙ্গে অভব্য আচরণের দায়ে অভিযুক্ত হলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। অভিযোগ, গণেশ এবং তাঁর এক সহকারী নাকি ওই মহিলার উপর নজর রাখছিলেন। মুম্বই পুলিশের কাছে ওই মহিলা একটি চিঠি লিখে নালিশ জানিয়েছেন । তারপরই গণেশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ওই মহিলা জানিয়েছেন তিনি এবং গণেশ আচারিয়া সহকর্মী ছিলেন। তিনি যখন গণেশের অফিসে যেতেন তখন গণেশ নাকি অশ্লীল ছবি দেখিয়ে ওই মহিলার সঙ্গে অসভ্যতা করতেন। শুধু তাই নয় গনেশ নাকি ওই মহিলাকে পর্নোগ্রাফিক ভিডিও দেখতে বাধ্য করেছিলেন । ওই মহিলা যখন গণেশের কাছে পারিশ্রমিক চান তখন গণেশ টাকা তো দেননি, উল্টে মহিলাকে যৌননিগ্রহ করেন বলে অভিযোগ । ২০২০ সালের ঘটনা এটি। সেই সময় ওই মহিলা গণেশের বিরুদ্ধে যৌন উৎপীড়নের মামলা করেছিলেন। সেই মামলার ভিত্তিতেই নতুন করে এখন আর একটি মামলা দায়ের হয়েছে।












































































































































