ফারুখাবাদ বদলে হোক পাঞ্চাল নগর: নামবদলের দাবিতে যোগীকে চিঠি BJP সাংসদের

0
3

উত্তরপ্রদেশে(Uttarpradesh) বিজেপি সরকার(BJP Govt) ক্ষমতায় আসার পর ফের শুরু হল নাম বদলের রাজনীতি। যোগী রাজ্যে অহিন্দু নাম পরিবর্তনের তালিকায় এবার যোগ হল ফারুকাবাদ(Farukhabad)। এই শহরের নাম পরিবর্তন করতে চেয়ে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Aditynath) চিঠি লিখলেন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত(Mukesh Rajput)। যদিও এই নাম বদলকে একেবারেই ধার্মিক দিক থেকে দেখতে নারাজ সাংসদ। তাঁর দাবি, প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে পুনর্জীবিত করতেই এই নাম বদল প্রয়োজন। সুধু তাই নয়, নিজের যুক্তিতে ঐতিহাসিক ব্যাখ্যাও খাড়া করেছেন ওই সাংসদ। তাঁর দাবি ঐতিহাসিক দিক থেকে এই নাম। তিন নদী গঙ্গা, রামগঙ্গা এবং কালীর তীরে অবস্থিত এই শহরের ইতিহাস বহু প্রাচীন, এবং অনেক বেশি সমৃদ্ধ।

যোগীকে লেখা চিঠিতে সাংসদ মুকেশ রাজপুত লিখেছেন, মহাভারতে এই শহরের উল্লেখ পাওয়া যায়। এখানে রাজা ধ্রুপদের রাজধানী ছিল এবং তা পাঞ্চাল নগর হিসাবে পরিচিত ছিল। দৌপদীর ‘স্বয়ম্বর’ এখানেই হয়, পাশাপাশি পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় এখানে তারা এক মন্দিরও বানায় যা এখনও রয়েছে। এই শহর পাঞ্চাল সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত। আজ এখানে দুটি গুরুত্বপূর্ণ রেজিমেন্টও রয়েছে রাজপুত রেজিমেন্ট ও সিখলাই রেজিমেন্ট। সবমিলিয়ে এই শহরের নাম অবিলম্বে পরিবর্তন করে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনর্জীবিত করা হোক।