App-Cab : এক ধাক্কায় ১২ শতাংশ বাড়ল অ্যাপ ক্যাব এর ভাড়া

0
1

পেট্রোল-ডিজেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে। শনিবারও নতুন করে দাম বেড়েছে পেট্রোপণ্যের । এই নিয়ে ১২ দিনে ১০ বার জ্বালানির দাম বাড়ল। আর শনিবারই এক ধাক্কায় ১২% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানাল অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণকারী সংস্থা। অ্যাপ ক্যাপ উবরের কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছেন, পেট্রোল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা হচ্ছে। কলকাতায় পেট্রোপণ্যের যা দাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এই ভাড়া বৃদ্ধিই চূড়ান্ত নয় । আগামী কয়েক সপ্তাহ তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রাখা হবে । যদি তেলের দাম আরও বাড়ে তাহলে ভাড়াও আরো বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে তিনি এখনই এ নিয়ে কিছু বলতে চাননি। জানিয়েছেন সঠিক সময়ে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে ।