Rajkumar: প্যান কার্ডের অপব্যবহার, আর্থিক প্রতারণার শিকার অভিনেতা রাজকুমার রাও

0
2

আর্থিক প্রতারণার শিকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতা রাজকুমার রাও ( Rajkumar Rao)। এই বিষয় টুইটারে (Twitter)ক্ষোভে ফেটে পড়লেন তিনি। টুইটারে তিনি লেখেন, “আমার প্যান কার্ডের (PAN Card) অপব্যবহার করে আমার নামে ২৫০০ টাকা ঋণ নেওয়া হয়েছে। এই বিষয়ে তাঁর বিন্দুমাত্র কোনও ধারনা ছিল না।“

অনলাইন জালিয়াতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার আর্থিক জালিয়াতির শিকার অভিনেতা রাজকুমার রাও। তবে, এটাই প্রথমবার নয়, এর আগেও জালিয়াতির শিকার হয়েছেন তিনি। প্যানকার্ড জালিয়াতির ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি। এই আর্থিক জালিয়াতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

এই জালিয়াতির ফলে তাঁর ক্রেডিট স্কোরে সম্স্যা হয়েছে। মূলত তিন অঙ্ক বিশিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোর ৩০০ থেকে ৯০০ মধ্যেই থাকে এই সংখ্যা। যে কোনও সময়ে ঋণ গ্রহণের ক্ষেত্রে এই সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি ‘বাধাই দো’ ছবিতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। মাই ডার্লিং, হিট এবং মনিকা ছবিতে দেখতে পাওয়া যাবে রাজকুমার রাও।