Abhishek: উচ্চ মাধ্যমিকের শুরুর দিন পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন অভিষেক

0
1

করানো পরিস্থিতির কিছুটা উন্নতির পরে শনিবার, শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (High Secondary Examination)। কখনও ভোট, কখনও আবার জয়েন্ট এন্ট্রাস (Joint Entrance) পরীক্ষা- বিভিন্ন কারণে বারবার সূচি বদল হয়েছে পরীক্ষার। শনিবার, প্রথমদিনের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজেরি টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) তিনি লেখেন,

“2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সকল পরীক্ষার্থীদের শুভকামনা!

এর মাধ্যমেই শক্তি এবং সাহসের দ্বারা জীবনের যে কোনও বাধার মুখোমুখি হতে পারুন এই কামনা করি। আমি নিশ্চিত যে আপনার অক্লান্ত প্রচেষ্টা আপনাকে উজ্জ্বল সাফলতা আনবে!“

আরও পড়ুন:ময়দানে ফের ঝুলন্ত দেহ উদ্ধার