Weather Forecast:চড়ছে তাপমাত্রার পারদ!প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী

0
3

চৈত্রের গরমেই নাকানিচোবানি খাচ্ছে রাজ্যবাসী। অস্বস্তিকর গরমে ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরাও। প্রশ্ন একটাই। কবে স্বস্তির বৃষ্টি? কিন্তু আবহাওয়া দফতর বলছে এখনই বৃষ্টি নয়। বরং বাড়বে তাপমাত্রার দাবদাহ। আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই থাকবে আবহাওয়া। আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাটিতে অস্বস্তি বাড়বে মানুষের। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।তবে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। নীচের তিনটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিনবঙ্গের জেলাগুলি শুষ্ক থাকবে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস , বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে খুব সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। যা তাপমাত্রা ছিল তাই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু’দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

শুক্রবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়তেই বাড়তে গরমের দাপট। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটায়/ঘণ্টা।