ছাত্রীকে ধর্ষণ, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার শিক্ষক

0
2

স্পেশাল ক্লাস নেওয়ার নাম করে ছাত্রীকে ডেকে এনে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।  ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই  গ্রেফতার করা হয়েছে শিক্ষককে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের একটি কোচিং সেন্টারে ইউপিএসসি পরীক্ষার কোচিং সেন্টার চালাতেন প্রিযস সিং সেঙ্গার নামে একজন শিক্ষক।  স্পেশাল ক্লাস করানোর নাম করে  সল্টলেকের গেস্ট হাউসে  তরুণী ছাত্রীকে  নিয়ে এসে  ভয় দেখিয়ে শিক্ষক ধর্ষণ করেন বলে অভিযোগ।  শুধুই তাই নয়,  ধর্ষণের মুহূর্তের অশ্লীল ভিডিও তুলে  তা ভাইরাল করে দেওয়ার  হুমকিও দেওয়া হয়। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে  শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় ওই শিক্ষককে।