প্রধানমন্ত্রীকে হত্যার ছক, উদ্বিগ্ন এনআইএ

0
1

‘প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।’ ঠিক এই ভাষাতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে একটি হুমকি ই-মেল আসে মুম্বইয়ের এনআইএ অফিসে। ওই মেল-টিতে আরো লেখা ছিল যে ইতিমধ্যেই বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে ওই  অজ্ঞাতপরিচয় ব্যক্তি যোগাযোগ করেছেন। সারা ভারতে তিনি ২০টি হামলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক ফাঁস হতেই নড়েচড়ে বসেছে জাতীয় তদন্তকারী সংস্থা। কোথা থেকে ইমেলটি এসেছে সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হচ্ছে। বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্যি সেই বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি সত্যিই  এই ঘটনার পিছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না  তা জানারও চেষ্টা করছেন গোয়েন্দারা।