পরীক্ষাকে উৎসবের মত ভাবতে হবে। তাহলেই সেখানে ভয় থাকবে না। বোর্ডের পরীক্ষার আগে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:ফের সঙ্ঘাত আদালতে , হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে আবারও স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ
শুক্রবার দিল্লির তালকাটরা স্টেডিয়ামে নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। সেখানে পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘পরীক্ষা নিয়ে অযথা ভয় পাবে না। পরীক্ষাকে উৎসব মনে করলেই তাতে ভয় থাকবে না।’ পাশাপাশি তিনি পড়ুয়াদের পরামর্শ দেন, ‘বন্ধুদের নকল করার প্রয়োজন নেই, আত্মবিশ্বাসে ভর করে পরীক্ষা দিতে হবে।সঠিক প্রস্তুতি থাকলেই পরীক্ষা ভালো হবে।”
এদিকে কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ফলে, অনলাইনে পঠন পাঠন হয়েছে। যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অফলাইনে যা হয়, অনলাইনেও তা-ই হয়। মাধ্যমটা কখনই সমস্যা নয়। মাধ্যম যা-ই হোক, যদি আমাদের মন বিষয়ের মধ্যে ডুবে যায়, তাহলে এর মধ্যে কোনও পার্থক্য বোঝা যাবে না।’ পড়ুয়াদের উচিত উভয় মধ্যমকেই যথাযথ ভাবে ব্যবহার করা।” সঙ্গে তিনি আরও বলেন, “অনলাইন শিক্ষার ব্যাপ্তি অনেকটাই। তাই এই মাধ্যমের দ্বারা শিক্ষার বিকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।”
প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন ছাত্রছাত্রীদের মনসংযোগের মত গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে। সেখানে তিনি বলেন, রিভাইজ করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। যা তাদের একসঙ্গে জ্ঞান-অর্জনে সাহায্য করবে। আমরা প্রায়ই ধ্যান ও মনযোগকে মুনি-ঋষির সঙ্গে তুলনা করি। আমাদের প্রতিদিনের জীবনেও তাই করতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.