CSK: ‘ম‍্যাচে একাধিক ক‍্যাচ মিস, তাই হারের মুখ দেখতে হল’, বললেন জাড্ডু

0
2

বৃহস্পতিবার আইপিএলে (IPL)লখনউ সুপার জায়ান্টসের (LSG) কাছে ৬ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস( CSK)। আর এই হারের কারণ হিসাবে ম‍্যাচে একাধিক ক‍্যাচ মিস করাকেই কাঠগড়ায় তুললেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা( Ravindra Jadeja)।

সাংবাদিক সম্মেলনে এসে জাড্ডু বলেন,”আমি মনে করি, আমরা খুব ভালো শুরু করেছি। রবি এবং শিবম দুবে যখন খেলছিল, ওরা দুর্দান্ত ছিল। তাই, আমি মনে করি আমাদের শুরুটা ভালো ছিল কিন্তু ফিল্ডিংয়ে কিছুটা সমস্যা হয়। ম্যাচ জিততে হলে আপনাকে ক্যাচ নিতে হবে। আমরা সেই সুযোগগুলো নিতে পারতাম এবং ম্যাচ বাঁচাতে পারতাম।’

এরপাশাপাশি জাদেজা আরও বলেন,” আসলে ম‍্যাচে রাতে প্রচুর শিশির পড়েছিল। শিশিরের কারণে বল হাতে থাকছিল না। তাই আমি মনে করি, পরেরবার আমাদের প্রশিক্ষণের সময় ভেজা বল নিয়ে অনুশীলন করতে হবে। এবং আমরা পরেরবার এই সমস্যাগুলো কাটিয়ে উঠব। আর আমাদের পক্ষেই ফলাফল হবে।”

আরও পড়ুন:Boris Becker: নিজের জেতা উইম্বলডন ট্রফি কোথায় রয়েছে জানেননা, আদালতে বললেন বরিস বেকার