“দেশজুড়ে কংগ্রেসের একের পর এক ব্যর্থতাই বিজেপিকে(BJP) রাজনীতির ময়দানে সুবিধা করে দিচ্ছে।” শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসকে এই ভাষাতেই কার্যত তুলোধনা করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি জানালেন, কংগ্রেস তাদের শীতঘুম থেকে এখন বের হতে পারেনি।
এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ বিজেপি নিয়েছে ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে। আর শুধু লোকসভা নির্বাচন নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনেও বিজেপি কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ নিয়েছে। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনও সদিচ্ছা নেই। বিজেপি বিরোধী আন্দোলনে কংগ্রেস বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে সব রাজ্যে বিজেপি বিরোধিতা চলছে কংগ্রেস তার ঔদ্ধত্য দেখিয়ে পরোক্ষভাবে বিজেপির সুবিধা করে দিচ্ছে।” এবিষয়ে রাজ্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, বাংলায় বিজেপি যখন ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ওঠে ঠিক সেই সময় কংগ্রেস- সিপিএমের সঙ্গে জোট বেধে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে তৈরি হয়েছিল। যার ফলে তারা শূন্যে নেমে এসেছে।
আরও পড়ুন:Entertainment:প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই কি দাম্পত্যে প্রবেশের ঘোষণা তারকা জুটির?
পাশাপাশি কুণাল ঘোষ আরও জানান, “আমরা কোনওদিন বলিনি কংগ্রেসকে বাদ দিয়ে কোনও জোট হোক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তাঁর বক্তব্য জানাতে গিয়ে বলেছেন, বিকল্প জোটের একটা চেহারা থাকুক। তার একটা স্টিয়ারিং কমিটি, নিয়মনীতি এবং যৌথ কর্মসূচি রাখা উচিত। কংগ্রেস তার শীতঘুম থেকেই বেরচ্ছে না। কংগ্রেসের গয়ংগচ্ছ ভাব দেখে তৃণমূল নেত্রী বলেছিলেন অন্যান্য যে বিজেপি বিরোধী দলগুলি আছে সেগুলিকে একজোট হয়ে একমঞ্চে আসতে হবে। দেখা যাচ্ছে তাঁর এই চিন্তা অন্য বিজেপি বিরোধী দলগুলির মধ্যেও প্রতিফলিত হচ্ছে। এখন কংগ্রেসের লাগাতার ব্যর্থতার জেরে বাকিতা যদি তৃণমূলকে বিকল্প শক্তিভাবে তবে তাদের এই ভাবনা সাধুবাদযোগ্য।”