নতুন অর্থবর্ষে বেশ কয়েকটি বদল আসছে আয়করে

0
7

১ এপ্রিল থেকে শুরু হল নতুন অর্থবর্ষ। আর এই  নতুন অর্থবর্ষে আয়করের ক্ষেত্রে বেশ কয়েকটি বদল আসছে।  মোট পাঁচটি বদল আসছে।

১) আয়কর রিটার্নে কোনও ত্রুটি  থাকলে তা সংশোধনের জন্য একটি আপডেট রিটার্ন ফাইল করতে হয়  করদাতাদের।  তবে নতুন অর্থবর্ষে সেই নিয়মে একটু বদল আসছে।  নতুন নীতির ক্ষেত্রে  সিদ্ধান্ত হয়েছে যে  করদাতারা যে অর্থবর্ষের মূল্যায়ন জমা দিচ্ছেন তার পরের দু’বছরের মধ্যে একটি আপডেট রিটার্ন দাখিল করতে পারবেন।

২) নতুন অর্থবর্ষ থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের লাভের উপরে ৩০ শতাংশ আয়কর ধার্য করা হবে।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ গত বাজেটের সময়তেই এই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছিলেন। বলা হয়েছিল  ক্রিপ্টোর লেনদেনের উপর এক শতাংশ টিডিএস-এর নিয়ম চালু হবে আগামী জুলাই মাস থেকে৷ আবার কোনও ক্রিপ্টো থেকে লোকসান হলেও যেটি থেকে লাভ হবে সেটির করে কোনও ছাড় পাওয়া যাবে না।

৩) পি এফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম আসছে।  এখন থেকে প্রভিডেন্ট ফান্ডে আড়াই লাখের উপরে  টাকা রাখলে প্রাপ্য সুদের  উপরে কর দিতে হবে। এর জন্য পিএফ অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা হবে।

৪) কোভিড চিকিৎসায় ছাড় দেওয়া হবে।  করোনায় আক্রান্ত  কেউ বা  করোনায় পরিবারের কারোর মৃত্যু হলে যদি কোনো অর্থসাহায্য আসে, তবে তা করমুক্ত হবে।  তবে সেই টাকার পরিমাণ ১০ লাখ টাকার বেশি হলে তা করযোগ্য হবে।

৫) বিশেষ ভাবে সক্ষম কোনও শিশুর পিতামাতা যদি সন্তানের নামে কোনও বিমা করাতে চান তবে তার  জন্য কর দিতে হবে না।