Boris Becker: নিজের জেতা উইম্বলডন ট্রফি কোথায় রয়েছে জানেননা, আদালতে বললেন বরিস বেকার

0
1

নিজের জেতা উইম্বলডন ট্রফি( Wimbledon trophy) কোথায় রয়েছে, তা স্বয়ং নিজেই জানেননা প্রাক্তন টেনিস তারকা বরিস বেকার (Boris Becker)। এদিন আদালতে বিচারকের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন বেকার। ২০১৭ সালে প্রাক্তন এই টেনিস তারকাকে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাঙ্ক। বেকারের স্থাবর, অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ন’টি ট্রফি ও পদক। যা তিনি গ্র্যান্ড স্ল্যাম-সহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির হদিশ তিনি সঠিক ভাবে জানাননি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তাঁর নামে যে ২৪টি অভিযোগ রয়েছে, সেগুলোও অস্বীকার করেছেন বেকার।

এদিন, আদালতে বেকার জানিয়েছেন, “আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।”

এরপাশাপাশা তিনি আরও বলেন,” খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময়ে জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না।”

উল্লেখ্য,১৫ বছর পেশাদার টেনিস খেলে বেকার জিতেছেন ৪৯টি সিঙ্গলস খেতাব।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস